স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই গরু চোরসহ ৩ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই গরু ও চুরির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। বুধবার দিবাগত রাতে উপজেলার বেশ কয়েকটি স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বাহার উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম ও বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামের রফিক উদ্দিনের ছেলে মোঃ নাছির মিয়া এবং বানিয়াচং সদরের বাসিন্দা মোঃ সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়।
বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত জানান, সিরাজুল ও নাছির এলাকার চিহ্নিত গরু চোর। তারা দীর্ঘদিন ধরে এ পেশায় জড়িত। সম্প্রতি তারা মাইক্রোবাসে করে সড়ক চলাচলের এক পর্যায়ে গাড়িতে করে গরু ছাগল চুরি করে নিয়ে পালিয়ে যেতো। এ প্রেক্ষিতে তাদের গ্রেফতার করতে অভিযানে নামে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com