নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাড়ম্বড়ে হিন্দু ধর্মের অন্যতম পুজানুষ্ঠান জ্ঞান, বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পুজা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলার ৫ শতাধিক মন্ডপে এ পুজা অনুষ্ঠিত হয়। শাস্ত্রমতে প্রতি বছর মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথিতে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে প্রতিটি মন্ডপে পুজার নানা উপাচার বই, খাতা, কলমসহ বিভিন্ন উপাদান সজ্জিত করে পুরোহিত মন্ত্রপাঠ করে পুজা সম্পাদন করার পর শিক্ষার্থী ও অন্যান্য পুজারীবৃন্দের মাঝে পুষ্পাঞ্জলী প্রদান করেন। বিকেল থেকে রাত প্রায় ১১টা পর্যন্ত প্রতিটি পুজা মন্ডপে প্রতিমা দর্শনের জন্য ভক্তবৃন্দের উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়। নবীগঞ্জ শহরের গোবিন্দ জিউড় আখড়ায় ঐক্যতাম সংঘ, পুস্পাঞ্জলী সংঘ, আক্রমপুর লোকনাথ মন্দির, কানাইপুর তরুণ সংঘ, ধানসিড়ি বিদ্যার্থী সংঘ, জয়নগর অগ্নিবীনা সংঘ, দেবী সংঘ, পুস্পচন্দন সংঘসহ বিভিন্ন মন্ডপে নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা হিন্দু মহাজোট সভাপতি অ্যাডভোকেট রাজীব কুমার দে তাসপ, উপজেলা সৎসঙ্গের অর্থ সম্পাদক তনয় কান্তি ঘোষ অঞ্জনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com