স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগান থেকে ২ কেজি গাঁজাসহসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সুরমা চা বাগানের হরিদাশ বাক্তির স্ত্রী বুচন বাক্তির ঘরে অভিযান চালিয়ে ২ কেজি ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় বুচন বাক্তি (৩০) ও হৃদয় সরকার (৩২) নামে ২ জনকে আটক করা হয়। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আয়েশা আক্তারের আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com