স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কটিয়াদি বাজার রোডে ধোপাখাল চৌমুনীতে একই রাতে দুই দোকানে চুরি সংঘটিত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে ওই বাজারে চুরির ঘটনা ঘটে। স্থানীয় ইউপি মেম্বার আলাউদ্দিন মিয়া জানান, ধোপাখাল বাজারের গোলাপ মিয়া ও জিতু মিয়ার দোকানে মধ্যরাতে এ চুরি সংঘটিত হয়। চোরেরা দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে দুই দোকান থেকে নগদ ১ লাখ টাকা ও ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ইউপি মেম্বার আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ এ ঘটনা ঘটিয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, এমন ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com