স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ভুয়া এএসপি নিলাদ্রী শেখর রাহুল (৩৫) কারাগারে যাবার পর বেরিয়ে আসছে তার অপকর্মের কাহিনী। পুলিশ বাহিনীসহ সরকারি চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে হবিগঞ্জের এক ডজন বেকার যুবকের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয় রাহুল। সে নিজেকে ওয়ারি জোনের এডিসি দাবি করে লোকজনের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। ওয়ারি এলাকায় তার বিলাসবহুল অফিসও রয়েছে। দেখলে বুঝা যায় না এটি ভুয়া না আসল। এ ছাড়াও রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, আইজিপি, এআইজি, ডিআইজি, জাপার সাবেক প্রেসিডেন্ট মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন ভিআইপির সাথে তার ছবি রয়েছে। এসব ছবি দেখে সহজেই মানুষ তার প্রতারণার ফাঁদে পা দেন। খবর নিয়ে জানা যায়, গত ১০ অক্টোবর হবিগঞ্জ শহরের মনিরুল ইসলাম, আবুল হাসনাত এবং ৫ নভেম্বর জহিরুল ইসলাম, নুরুল ইসলাম, আঞ্জব আলীসহ আরও একাধিক বেকার যুবকদের কাছ থেকে এসআই ও পুলিশে চাকরি দেয়ার কথা বলে ৪০ লাখ টাকা হাতিয়ে নেয় রাহুল। আর এসব টাকা নেয়া হয় তার ওয়ারির অফিসে বসে নগদে। এরপর থেকেই সে গা ঢাকা দেয়। অবশেষে রাজধানীর প্রগতি হাইওয়ে ইন হোটেলের রুম ভাড়ার ৩ হাজার টাকার জন্য এক নারী ও ১৯ লাখ টাকাসহ ভাটেরা থানা পুলিশের হাতে আটক হয় ভুয়া এএসপি রাহুল। এরপর থেকেই তার অজানা কাহিনী বেরিয়ে আসছে। রাহুল বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের অজয় ঘোষের ছেলে। হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফি এলাকায় তার একটি চার তলা অট্টালিকা রয়েছে।
পুলিশ বাহিনীসহ সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয় রাহুল
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com