স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শাপলা সংসদের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাঈদ চৌধুরী কুটির সৌজন্যে বনভোজন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কয়েক বছর পর গতকাল শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর টি গার্ডেন লেকে চা বাগান ঘেরা শীতল ছায়ায় ও মনোরম পরিবেশে এ বনভোজন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় ভ্রমনের উদ্দেশ্যে হবিগঞ্জ শহরের চিলড্রেন পার্ক থেকে বাসযোগে রওয়ানা দেন শাপলা সংসদের নেতৃবৃন্দ। পরে সারাদিন চা বাগান ঘেরা সবুজ অরণ্যে লেকের পাড়ে উচু-নিচু পাহাড়ি টিলায় আনন্দ উল্লাসে ছুটে বেড়ান শাপলা পরিবারের সদস্যরা। দুপুরের খাবারের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা সংসদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট তাজ উদ্দিন সুফি, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন মফিজ, শাপলা সংসদের উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আবুল হাসনাত চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি লিডার ও বৃন্দাবন সরকারী কলেজ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আবু সাঈদ চৌধুরী কুটি, সৈয়দ মুশফিক আহমেদ, মামুনুর রশিদ খান, ইসমাইল হোসেন সেলিম, অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, বিশ্বজিত শেখর পুরকায়স্থ মিটু ও এনামুল খান। আলোচনা সভা শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শাহ আলম চৌধুরী মিন্টু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুরজিত চৌধুরী রঘু, অ্যাডভোকেট হাসবী সাঈদ চৌধুরী, আব্দুল বাতেন চৌধুরী, মামুন খান বাবু, মোঃ মনির, সাহেদ আলী, প্রসেনজিত চৌধুরী, ইব্রাহীম খলিল সোহেল, তওফিকুল ইসলাম, তুষার দেব, মোঃ শহিদুল, জামিউর রহমান জামু, ডাঃ এস, এ রুমেল চৌধুরী ও অলিউর রহমান প্রমুখ।