নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরীব দুঃস্থ ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন পাড়ায় মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, প্রেসক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, আনসার ভিডিপি অফিসার আব্দুল আউয়াল প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com