চুনারুঘাট প্রতিনিধি ॥ প্রতি বছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিশ্ব শান্তিকল্পে হবিগঞ্জের চুনারুঘাটে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ উৎসব ৫দিন ব্যাপী শ্রীশ্রী হরিণাম সংকীর্ত্তন মহাযজ্ঞ অনুষ্ঠান পৌরশহরের হাতুন্ডা গ্রামে ঐতিহ্যবাহী শ্রীশ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গণে শনিবার থেকে শুরু হয়েছে। উৎসব চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। ওইদিন মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে। এতে দেশ বিদেশের বিভিন্ন এলাকার ধর্মাবলম্বীরা অংশ নিচ্ছে।
২৫ জানুয়ারি শনিবার থেকে ২৭ শে জানুয়ারি সোমবার পর্যন্ত স্বাধ্যায়যজ্ঞ, শ্রীমদভগবদ গীতা আলোচনা, ধর্মসভা, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, ধর্মীয় কবিগান, পদকীর্ত্তন, লীলাকীর্ত্তনসহ বিভিন্ন অনুষ্ঠানাদি চলবে। আলোচকবৃন্দ হলেন ১০৮স্বামী সদানন্দ দাস কাঠিয়া বাবাজী মহারাজ আগরতলা, ১০৮স্বামী বিবোধানন্দ সরস্বতী মহারাজ ও প্রভুপাদ গুরুরাজ কিশোর গোস্বামী কলকাতা, স্বামী শ্রীমৎ শম্ভুনাথানন্দ গিরি মহারাজ তেলিয়াপাড়া, নবজীবন গোস্বামী মৌলভীবাজার, দিপক কৃষ্ণ দাস নোয়াখালী, রাম চন্দ্র নাথ সিলেট, লীলাকীর্ত্তনীয়া দলু শ্রীমতি ঝুমা দাস (মারিক) কলকাতা, পদ কীর্ত্তনীয়া দলু চারণ কবি বিনয় সূত্রধর চুনারুঘাট। ২৭ জানুয়ারি সোমবার ২৪ প্রহর ব্যাপী (৩দিন) হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞের শুভাধিবাস। ২৮ জানুয়ারি মঙ্গলবার থেকে ৩০শে জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী (৩দিন) শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ চলবে। ৩১ জানুয়ারি শুক্রবার কীর্ত্তন সহ মন্দির প্রদক্ষিণ, নগর পরিক্রমা ও হরিলুট তৎপর উৎসব সমাপন। অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছেন ঐতিহ্যবাহী বাসুদেব মন্দিরের ভক্তবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com