চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ৩৭টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত কাউন্সিলে ভোটাররা ভোট প্রদান করেন। অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনের মতোই ক্ষুদে শিক্ষার্থীরা এ নির্বাচন পরিচালনা করেন। নির্বাচনে নির্বাচন কমিশনার, প্রিসাইডিং, সহকারি প্রিসাইডিং ও পোলিং অফিসার থেকে শুরু করে নির্বাচন পর্যবেক্ষকও ছিলেন। শিক্ষার্থীরা উৎসবের আমেজে ভোট প্রদান করেছে।
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক বিভিন্ন কেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষন করেন এবং তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচন দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে এবং অন্য যে কোন ভোটের মতোই এই ক্ষুদে শিক্ষার্থীদের ভোট অনুষ্ঠিত হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com