সামাজিক কর্মকান্ডসহ দরিদ্র জনগোষ্ঠীকে সহযোগিতা দিয়ে আসছে বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়ন ছাত্র সংগ্রাম পরিষদ। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার সংগঠনের পক্ষ থেকে হিয়ালা উচ্চ বিদ্যালয়ের ১১ জন ও উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়ের ৩ জন বিভিন্ন শ্রেণীর দরিদ্র ছাত্রছাত্রীর ভর্তিতে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক ফয়েজ আলম চৌধুরী, হিয়ালা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাসার (মোঃ ছিনু মিয়া), সহকারী শিক্ষক হুমায়ুন কবির, সিনিয়র সহকারি শিক্ষক মাওলা ইসহাক আহমেদ, সহ-শিক্ষক মুখলিছুর রহমান, ওয়াহিদুর রহমান, মিরা বেগম, নাছিমা বেগম, বিমল চন্দ্র দেবনাথ, ম্যানেজিং কমিটির সদস্য বাচ্চু তালুকদার, বিশিষ্ট মুরুব্বী মুখলিছুর রহমান তালুকদার। উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি করানোর সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাবেদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য ফিরুজ আলী, কাজল চৌধুরী, লিটন তালুকাদার, সহকারী শিক্ষক ইসলাইল হোসেন, জাকির হোসেন, মীনা রানী দাস, কাউছার খান, রফিকুল ইসলাম, মাহফুজা খন্দকার, হেপি বৈদ্য, সংগঠনের সহকারি প্রধান উপদেষ্টা সাকিব খান, শেখ রোমান, শিব্বীর আহমেদ এমরান, আবুল কালাম চৌধুরী, হাফিজুর রহমান, সৈয়দ শাকিব, আতাউর রহমান, আবুল কালাম, নাদিম, দিলাল, হৃদয়, জুয়েল-১, সফিকুর, আশিক চৌধুরী, মহিউদ্দিন, মহিবুর রহমান মাহি, আবুল হাসান চৌধুরী, জুবাউল, জুয়েল-২, আব্দুল গফ্ফার রেজা, মইনুল ইসলাম চৌধুরী, সুজন, সিরাজুল, নয়ন, পুষ্প মালা প্রমুখ। সহযোগিতা করেন তরুণ ব্যবসায়ী বুলবুল আহমেদ রুমী, বাহরাইন প্রবাসী মীর আক্তার নবী। প্রেস বিজ্ঞপ্তি