মোহাম্মদ শাহ্ আলম ॥ সারাদেশের ন্যায় হবিগঞ্জের হাই স্কুলগুলোতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। শনিবার জেলার সকল হাই স্কুলে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে ছাত্রদের ভোটগ্রহণ করা হয়। সদর উপজেলার লোকড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা লাইন ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। এই স্কুলটিতে ৪শ’ ভোটের মধ্যে ২৫০ ভোট কাস্টিং হয়। সদর উপজেলার পইল উচ্চ বিদ্যালয়ে ১০২০ শিক্ষার্থীর মধ্যে ৫শ’ শিক্ষার্থী ভোট দেয়। শহরের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দু’দফায় নির্বাচনে ভোট দেয় বিদ্যালয়ের ১২২০ ছাত্রী। প্রভাতী ও দিবা শিফটে পৃথক দু’টি পরিষদের জন্য ভোট দেন শিক্ষার্থীরা। প্রতিটি পরিষদের সদস্য সংখ্যা ৮ জন করে মোট ১৬ জন।
বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার কর্মকার বলেন, সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব তৈরী হবে। এ নেতৃত্বের মধ্য দিয়েই শৃংখলা, ঐক্য ও নিয়মানুবর্তিতার চর্চা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com