স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে ও একলিমুর-আম্বিয়া চৌধুরী ট্রাস্টের অর্থায়নে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নে ফ্রি চক্ষু চিকিৎসা ও গরীব দুঃস্থ রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদে ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচির উদ্বোধন করা হয়। হবিগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি ডাঃ মোঃ জমির আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোঃ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পিপিএম, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ইউএনও সুমী আক্তার, ব্রাহ্মণডুরা ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, বিশিষ্ট সাংবাদিক জাহেদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, নাগরিক কমিটির শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক কবি তাহমিনা বেগম গিনি, কোষাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, আমজাদ হোসেন চৌধুরী, লন্ডন প্রবাসী সমাজসেবক মিসেস আম্বিয়া চৌধুরী প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান আলফাজ চৌধুরী, ব্রাহ্মণডুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব হোসেন চৌধুরী দিলু, সাংগঠনিক সম্পাদক রিজু আহমেদ, মোস্তাক আহমেদ খান, ইউপি সদস্য আক্তার হোসেন, আরিফুল ইসলাম আজমান, ইউসুফ হোসেন নিলয় প্রমূখ। পরে ৪শ চক্ষুরোগীকে চিকিৎসার ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয় এবং ৫০ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়।