উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকা কেলিকানাইপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে শনিবার সকালে ২ দিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী লীলা নাম সংকীর্তন মহোৎসব সম্পন্ন হয়েছে। অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্তন মহোৎসবের অনুষ্ঠানমালার মধ্যে ছিল বৃহস্পতিবার সন্ধ্যায় তুলসী আরতি, গৌর আরতি, ভজন কীর্তন, গীতাপাঠ, অষ্টপ্রহরব্যাপী লীলা কীর্তনের শুভ অধিবাস, ব্রাহ্মণমুহূর্ত হতে অষ্টপ্রহরব্যাপী লীলা কীর্তনের শুভারম্ভ, মহাপ্রসাদ বিতরণ, দধিভান্ড ভঞ্জন ও ব্রিজের ধুলিগ্রহণ এবং হরিলুটের মাধ্যমে উৎসব শেষ হয়। গীতা পাঠ করেন ব্রজকৃষ্ণ দাশ ব্রক্ষচারী। অষ্টপ্রহরব্যাপী লীলা কীর্তন পরিবেশন করেন ভারতের কীর্তনী সুকুমার শাস্ত্রী, সুনামগঞ্জের রাজন দাশ, সিলেট পীরের বাজারের বাসুদেব সুতকৃষ্ণ দাশ, নবীগঞ্জের রতনমনি দাশ বাবুল। উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, ইসকনের সাধারণ সম্পাদক যুবরাজ গোপ, বিধু ভুষন গোপ, কুটি রঞ্জন গোপ, রনজিত গোপ, শিক্ষক নারায়ন গোপ, রনজিত কুড়ি, নিতাই বনিক, মোহন লাল গোপ, যশোদা গোপ, ইপেশ গোপ, প্রনয় কুমার পাল, বাবুল গোপ, কৃষ্ণ গোপ, শিক্ষক সজল চন্দ্র দাশ, তনয় কান্তি গোপ অঞ্জন, দিলীপ কুমার গোপ, বিষ্ণু গোপ, কৃপেশ কুড়ি, মিহির গোপ, লিটন দেব, সমর গোপ, জীবেশ গোপ, সজল গোপ, যুবরাজ কুড়ি, তপন গোপ, বৌদ্ধ গোপ, বিপ্লব গোপ, প্রবীন্দ্র গোপ মনা, সুমন গোপ, নিতেশ গোপ, বিপুল গোপ, নয়ন গোপ।