রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গ প্রেসক্লাবের এক জরুরী সভা শনিবার বেলা ১১টায় বানিয়াচং বড়বাজারস্থ সাদিয়া ইলেক্ট্রনিক্সের দোতলার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি হেমায়েত আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিলের সঞ্চালনায় সভায় ক্লাবের বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের উপর বিশদ আলোচনা রাখেন সাংবাদিকগণ। ক্লাবে নতুন সদস্য নেয়ার ব্যাপারে সর্বসম্মতিক্রমে একমত পোষণ করেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ। বানিয়াচং প্রেসক্লাবে অন্তর্ভূক্ত হওয়ার লিখিত আবেদনের প্রেক্ষিতে ৪ জনকে আনুষ্ঠানিকভাবে মিষ্টিমুখ করিয়ে ক্লাবের সাধারণ সদস্য হিসেবে বরণ করা হয়। সভাপতি, সেক্রেটারির নেতৃত্বে ক্লাবের অন্যান্য সদস্যরা নতুন সদস্যদের মিষ্টিমুখ করান। বানিয়াচং প্রেসক্লাবের নতুন ৪ সদস্য হলেন দৈনিক ভোরের কাগজ বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটন, দৈনিক খোয়াই’র বানিয়াচং প্রতিনিধি সাহিদুর রহমান, বাংলা টিভির বানিয়াচং প্রতিনিধি আলআমিন খান, ডেইলি বাংলাদেশ বানিয়াচং প্রতিনিধি তানজিল হাসান সাগর। সভায় প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র চিঠির পরিপ্রেক্ষিতে প্রেসক্লাবের সকল সাংবাদিকদের নামের তালিকা প্রণয়ন করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। পাশাপাশি আগামী মাসের প্রথম সপ্তাহে যে কোনো একদিন ক্লাবের বার্ষিক বনভোজন করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক রায়হান উদ্দিন সুমন, কোষাধ্যক্ষ আশিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক শিব্বির আহমেদ আরজু, ক্রীড়া সম্পাদক দেওয়ান শোয়েব রাজা, কার্যকরী কমিটির সদস্য আব্দুল হক মামুন, মখলিছ মিয়া, জসিম উদ্দিন, আব্দাল মিয়া, আতাউর রহমান, দিলোয়ার হোসেন। এছাড়াও সভায় বানিয়াচং প্রেসক্লাবের প্রয়াত সভাপতি আখলাক হুসাইন খান খেলু’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সাংবাদিক হাফেজ শিব্বির আহমেদ আরজু।