সুমন আহমেদ বিজয়/নিতেশ দেব, লাখাই থেকে ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, সমাজে শান্তি শৃংখলা রক্ষা, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ রোধে সকলকে এগিয়ে আসা প্রয়োজন। মাদক একটি মরণ ব্যাধি। এ ব্যাধির আগ্রাসন থেকে ভবিষ্যত কর্ণধার যুবসমাজকে বাঁচাতে হবে। কারণ যুবরাই আগামী দিনে সমাজের নেতৃত্ব দেবে। একটি পরিবারে মায়েরা চেষ্টা করলেই আদর্শ সন্তান গড়ে উঠা সম্ভব। তিনি আরও বলেন, বাল্য বিবাহ একটি অভিশাপ। ছেলে মেয়েকে পূর্ণবয়স্ক না হলে বিবাহ দেয়া যাবেনা। বাল্যবিয়ে দেয়া হলে অল্প বয়সেই মায়ের মৃত্যু ঘটে। বিবাহ ভেঙ্গে যায়, এমনকি স্বামীর সংসার করতে না পেরে অনেক মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। শনিবার সকাল ১১টায় লাখাই উপজেলার করাব ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে জেলা পুলিশ, এনজিও সংস্থা আশা ও করাব ইউনিয়ন পরিষদের উদ্যোগে সন্ত্রাস, নারী নির্যাতন রোধ ও আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি যেকোন ধরনের সামাজিক অবক্ষয় এবং আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড রোধে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের অবহিত করতে অথবা ৯৯৯ নম্বরে বিনামূল্যে ফোন দেওয়ার আহবান জানান।
লাখাই থানার ওসি সাইদুল ইসলামের সভাপতিত্বে ও ওসি তদন্ত অজয় দেব’র পরিচালনায় সচেতনতামূলক সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, আশার এডিশনাল ম্যানেজার কামাল মিয়া চৌধুরী, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাসেম, করাব ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, এসআই সজীব, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল কদ্দুস, মহিলা মেম্বার শামসুর নাহার চৌধুরী, অ্যাডভোকেট জুনায়েদ তালুকদার, সাংবাদিক আবুল কাশেম, বিল্লাল আহম্মদ, মালেক মেম্বার প্রমূখ। পরে অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com