সমাজের পিছিয়ে পড়া অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল আমিন ওসমান। হবিগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে তিনি এসব শীতবস্ত্র বিতরণ করেন। এসময় তিনি সমাজের বিত্তবানদেরকে সাধ্য অনুযায়ী অসহায় দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের হিসাব রক্ষক রঞ্জন দেব। শীতবস্ত্র নিতে আসা লোকজন প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল আমিন ওসমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও এমন কর্মকান্ড অব্যাহত রাখার অনুরোধ করেন। ছবিতে দরিদ্রদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দিচ্ছেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল আমিন ওসমান। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com