নবীগঞ্জ প্রতিনিধি ॥ ময়মনসিংহ সদরে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী শেখ ইফতেখারুল ইসলাম আরিফ গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। আরিফ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ২০১৪-২০১৫ সেশন এবং শহীদ শামসুল হক হলের আবাসিক শিক্ষার্থী। সে নবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষক শেখ জালাল উদ্দিনের ভাগনা।
শেখ ইফতেখারুল ইসলাম আরিফের পারিবারিক সুত্রে জানা যায়, সে গত ৯ জানুয়ারি সকাল প্রায় ৬টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বাড়ি থেকে যোগাযোগ করতে না পেরে তার পরিবারের লোকজন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশকে জানান। এ ব্যাপারে ময়মনসিংহ কোতায়ালী থানায় জিডি করা হয়েছে। তার পরিবারের লোকজন জানান, দীর্ঘ ১০ দিন অতিবাহিত হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ফলে তারা চরম উৎকন্ঠার মাঝে রয়েছেন। কেউ তার সন্ধান কিংবা তথ্য পেলে ০১৭১৩ ৬৮০৪২৭ (প্রক্টর, বাকৃবি), ০১৭১৫ ০৫১০৯৩ (প্রভোস্ট, শহীদ শামসুল হক হল) অথবা ০১৭১৬ ৩৯৩৮০২ শেখ মোঃ জালাল উদ্দিনকে (মামা) জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
চরম উৎকন্ঠায় পরিবারের লোকজন
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com