স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত। শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত বলেন, সাংবাদিকগন জাতির বিবেক। সমাজের দর্পন। পুলিশ ও সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে সকল ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব। ইতোমধ্যে সকলের আন্তরিক সহযোগিতায় বানিয়াচংয়ে গ্রাম্যদাঙ্গা, চুরি-ডাকাতি, ইভটিজিং, মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধ কমিয়ে আনতে সক্ষম হয়েছি।
প্রেসক্লাব সভাপতি এস এম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজলের পরিচালনায় বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা ও কলামিস্ট কাজী মাওলানা আতাউর রহমান, আমাদের সময় প্রতিনিধি মোতাব্বির হোসেন, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মোশাহেদ মিয়া, যায়যায় দিন প্রতিনিধি শেখ জোবায়ের জসিম, বানিয়াচং বার্তা সম্পাদক ফরহাদ হোসেন সুমন, দৈনিক সমাচার প্রতিনিধি উমর ফারুক শাবুল, দেওয়ান সাইফুর রাজা সুমন, কলামিস্ট মাওলানা এমদাদুল হক, তাপস হোম প্রমূখ। এছাড়াও বানিয়াচং থানার এসআই ফিরোজ আল মামুন উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com