নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাজারের বিশিষ্টি ব্যবসায়ী প্রয়াত অজিত কুমার রায়ের বাসায় ব্যবসায়ী অমিয় রায়ের আয়োজনে শুক্রবার রাতে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে যুগ পুরুষোত্তম শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, সদ গ্রন্থাদি পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দবাজারে প্রসাদ বিতরণ। নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সভাপতি ডাঃ মৃনাল কান্তি দাশ বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট সৎসঙ্গ বিহারের প্রাক্তন অধ্যক্ষ এসপিআর রামকৃষ্ণ ভট্টাচার্য্য। অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনোজ কান্তি রায়, অধ্যাপক বিপ্লব রায় জন, অ্যাডভোকেট বিনয় রায়, গুরুপদ দেব মোহিত, অরুন উদয় ধর, প্রত্যুষ কান্তি দাশ, নিরেশ দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সহ-সভাপতি রশময় শীল, শিক্ষক সুব্রত দাশ, রাখাল চন্দ্র দাশ, তাপস বনিক, মৃম্ময় কান্তি দাশ বিজন, নরেশ দাশ, রতিশ দাশ, শংকর গোপ, নারায়ন সরকার, নিতেশ দাশ, দিপন দাশ, বিশ্বজিত গোপ, নয়ন দাশ, নয়নমনি নরকার, জয়হরি দেব, সুদীপ দাস, অজিত পাল, ব্যবসায়ী উত্তম কুমার রায়, গৌতম কুমার রায়, রতন কুমার রায় প্রমূখ। অনুষ্ঠানে সংগীত পরিশেন করেন সিলেটের টুয়েন্টি ব্রাদার্স, প্রিয়বেশন, মাখন দাশ, গুরুপদ দেব মোহিত, নরেশ দাশ, মলয় ভট্টাচার্য্য, প্রত্যুষ দাশ, মমতা ভট্টাচার্য্য, শ্রেয়সী রায় উর্মিসহ স্থানীয় শিল্পীবৃন্দ। শেষে ভক্তবৃন্দের মাঝে আনন্দবাজারে প্রসাদ বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com