গত ৫ জুলাই বৃহস্পতিবার তাসনুভা শামীম ফাউন্ডেশন মাহমুদাবাদ-এর উদ্যোগে ‘ফাতেমা শামীমা হাঙ্গার প্রজেক্টের মাধ্যমে ক্ষুধার্ত মানুষের পাশে আমরা’ ফিড দ্যা হাঙ্গার প্রজেক্টের খাবারের তৃতীয় অধিবেশন হিসেবে হবিগঞ্জের কিবরিয়া ব্রীজ সংলগ্ন উমেদনগর এলাকায় অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩শ’ গরিব পথশিশু, মুসাফির, পথিক, রিক্সাচালক ও দিনমজুরকে আহার করানো হয়। কোষাধ্যক্ষ আব্দুস শহিদের তত্ত্বাবধানে ও জুয়েল মিয়ার পরিচালনায় খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফয়জুল হক, জামাল মিয়া, শাহজাহান মাহমুদ, শোভন আহমেদ, ইমন মিয়া, মামুন আহমেদ ও ফাউন্ডেশনের প্রতিনিধি সার্জেন ফারুক মিয়া। কাজটি সফলভাবে সম্পন্ন করায় ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আহমেদ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ‘ক্ষুধার্ত মানুষের পাশে আমরা’ ফাতেমা শামীমা হাঙ্গার প্রজেক্টের মাধ্যমে প্রতি সপ্তাহে দুই থেকে তিনশত মানুষের জন্য নিয়মিত খাবারের আয়োজন করবেন বলে আশা প্রকাশ করেন। ভবিষ্যতে তিনি হবিগঞ্জে ক্ষুধার্ত মানুষের জন্য খাবারের একটি রেস্টুরেন্ট করার ইচ্ছা প্রকাশ করেছেন। যেখানে প্রতিদিন গরিব, অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণ করা হবে। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com