চমৎকার!
ডাঃ এমএ ওয়াহাব
চঞ্চল চপলা ‘চাঁদনী’ ছন্দে ছন্দে চকিত চরণে চলিতে চলিতে ‘চয়নের’ চোখে চোখে চাহিল। ছন্নছাড়া ছটফটে চিরকুমার চয়ন চমকিল। চাঁদনীর চাচার চোখাচোখিতে চাঁদনী চয়ন চিৎপটাং। চাচার চিৎকার চেঁচামেচিতে ছফু চাচীর চোখও ছানাবড়া! চমৎকার!!
ছাগলনাইয়ার চল্লিশোর্ধ চান্দু চাচা চার ছাগলসহ (ছিঁচকে চোরের চুরির ছাগল) ছেচড়াইয়া ছেচড়াইয়া চরণ চালাইতেছিলেন।
চন্দনাইশের চঞ্চল চৌধুরীর চরণের চপ্পল চাপায় চাটুকার চামচিকারা চ্যাপ্টা। চৌমুহনীর চুন্নু চেয়ারম্যানের চাটুকারেরাও চক্ষুলজ্জা ছাড়িয়া চমৎকার চরণ চাঁটে। চামচাদের ছড়াছড়িতে চরম চাঞ্চল্য চলমান চতুর্দিকে! চমৎকার!!
চুলায় চাবিলা চলিতার চচ্চড়ি চটকিয়ে চিরচেনা ছিন্ন ছেড়াবস্ত্রধারী চন্দ্রাবতী চিটচিটে চুলে চ্যাটাং চ্যাটাং চিরুনি চালাইতেছিল। চমৎকার!
চট্টলার চারুশিল্পী চারুলতা চৌধুরানীর ছবি ‘চর্বিতচর্বণ’ চটকদার ছায়াছবি ‘ছায়াবীথি’কেও চিন্তা চেতনায় চৌহদ্দি ছাড়িয়েছিল। চমৎকার!
চরমোনাইয়ের চতুর চেরাগালি ছাগল চুরি ছাড়িয়া ছনের চালার চিলেকোটায় চুল ছাটার চাকুরী চালাইলেন। ছলচাতুরী ছাড়াই চলছে চলমান চাকা। চমৎকার!
চুতরার চুলকানিতে চর্ম চিঁচড়ে ছেড়াভেড়া। চেতনানাশক চুষিয়া চুষিয়া চৈতন্যবাবু চেতনাহীন। চেতনার চকলেট চাই। ছদ্মবেশী ছবিলদ্দি চৌকিদার চুপিসারে চিরতার ছালে চিকিৎসা চালাইলেন। চমৎকার!
ছেষট্টির চোরাবালিতে চোখে ছানি! চশমায় চলে না। চক্ষু চিকিৎসক ছুরি চালাতে চান, ছুরি!
চলিতে চরণ চাহে না। ছুটি চায় ছুটি!
চলুন ছানা, ছোলা চিবুই!
চলুক না চিনি ছাড়া চা!
চমৎকার!!