মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জের বানিয়াচং সাগর মিয়া (২০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার গুনই গ্রামের আব্দুস ছোবান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে পরিবারের সকলের অগোচরে সাগর বিষপান করে। বিষাক্রান্ত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা ছোবান মিয়া জানান, সাগর দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভোগছিল। সে আরো একাধিক বার বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ সাগরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com