গত শনিবার বিকেল ৩টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক-সুজন, হবিগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাডভোকেট ত্রিলোক ক্রান্তি চৌধুরী বিজনকে সভাপতি, চৌধুরী মিজবাহুল বারী লিটনকে সাধারণ সম্পাদক, এ এস এম মহসিন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হককে প্রধান উপদেষ্টা করে উপস্থিত সবার সম্মতিক্রমে সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার সুজন হবিগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করেন এবং আগামী ১৫ দিনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য দায়িত্ব প্রদান করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন জালাল উদ্দিন রুমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার। আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর সুজন সহ-সভাপতি মোঃ মকসুদ আলী, শায়েস্তাগঞ্জ পৌরসভা সভাপতি আব্দুর রকিব, লাখাই উপজেলা সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, হবিগঞ্জ পৌর সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ মহসিন আহমেদ, সদর সাংগঠনিক শেখ মোঃ আব্দুল কাদির কাজল, শায়েস্তাগঞ্জ উপজেলা সম্পাদক আমিরুল ইসলাম, চৌধুরীর তুহিন, মোঃ নোমান মিয়া, মীর দুলাল, গোলাম রাব্বানী, সোহেল আহমেদ, ফয়সল আহমদ, তাহফিম চৌধুরী, আঃ জলিল, মোতালিব তালুকদার দুলাল, রুমেল, ইছাক, লিটন, আব্দুল কাদির সহ জেলা ও উপজেলার সুজন নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com