স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামের ৯ যুবককে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে শায়েস্তাগঞ্জ থানার ওসি সাইদুল হকের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ বাল্লা গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হচ্ছে বহুলা গ্রামের সাইদুর রহমান, গনি সরকার, কাজল মিয়া, রুবেল মিয়া, মিজান মিয়া, নুরুজ্জামান, ঈমান আলী, আব্দুল হাই ও মহিবুর রহমান। মঙ্গলবার বিকেলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
পুলিশ জানায়, তারা ওই সময়ে বেশামাল হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। পরে স্থানীয় লোকজন পুলিশকে খরব দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পুলিশের সাথে অশোভন আচরণ করে। তাই তাদেরকে আটক করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com