নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বাংলাদেশ বেসকারি শিক্ষক কর্মচারী ফোরামের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে হিরা মিয়া গার্লস হাই স্কুলের হল রুমে সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তন বাতিল, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, বদলী প্রথা চালুকরণ ও শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ করতে সরকারের প্রতি আহবান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষকরা বলেন, আমরা বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছি। আমরা বৈষম্য চাই না, নিজেদের ন্যায্য অধিকার চাই। সরকারি স্কুল কলেজগুলোতে যে বই পড়ানো হয় আমরাও সেই একই রকম বই পড়াই। তবে আমাদের বেলায় বৈষম্য কেন। শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয় তাহলে সকল শিক্ষকদের মর্যাদা সমান করতে হবে। এই সরকার শিক্ষক বান্ধব সরকার। শিক্ষা মান প্রসারে এই সরকার অগ্রণী ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী শিক্ষকদের মূল্যায়ন করবেন বলে আমরা বিশ্বাস করি। নবীগঞ্জ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক আফজল হোসেন তালুকদার লিখিত বক্তব্যে তাদের দাবি দাওয়া তুলে ধরেন। সংবাদ সম্মেলনের পূর্বে বিশ্ব শিক্ষক দিবস উলপক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হীরা মিয়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল আলমের সভাপতিত্বে ও তাহিরপুর এন, ই আলীম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আফজল হোসেন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ আলী আক্কাস মোল্লা, সুপার মোঃ আব্দুস সালাম, সহ-সুপার মোঃ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ ওবায়দুল হক, প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাস, মোঃ শামসুল হক, প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল করিম চৌধুরী প্রমূখ।
নবীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় বক্তারা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com