মোহাম্মাদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামে ডলি আক্তার (৪০) নামে এক গৃহবধূ সাপের কামড়ে আহত হয়েছেন। তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের সেবুল মিয়ার স্ত্রী। শনিবার সকালে তিনি বাড়ির পাশে লাকড়ী কুড়াতে গেলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। এ সময় তিনি বিষক্রিয়ায় ছটফট করতে থাকলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com