জুয়েল চৌধুরী ॥ লাখাই রোডে ভীমরুলের কামড়ে ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন দরবার বিড়ির ২ বিক্রয় প্রতিনিধি ও দুই অটোরিক্সা চালক। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার দুপুরে এক যুবক ভীমরুলের বাসায় ডিল ছুড়লে ভীমরুলের দল চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় যাকে কাছে পেয়েছে তাকেই কামড় দেয় ভীমরুল। ওই সময় এ স্থানে থাকা ৪ জন ভীমরুলের কামড়ে আহত হন। স্থানীয় লোকজন বাহুবল উপজেলার গগলপুর গ্রামের যোতিশ দাশের পুত্র নিউটন দাস (২৪) ও সদর উপজেলার রামপুর গ্রামের আরব আলীর পুত্র ছাদেকুর রহমানকে (২৫) গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসাপাতলে এনে ভর্তি করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com