বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং শরীফ উদ্দিন এমপি গণগ্রন্থাগার আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম জেলা জজ সামছুদ্দিন মাসুম বলেন, গণগ্রন্থাগার সভ্য ও আলোকিত সমাজ তৈরির সুতিকাগার। মেধাবী প্রজন্ম ও আদর্শ নাগরিক তৈরি করতে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। গণগ্রন্থাগারকে গণবিশ্ববিদ্যালয় বলা হয়। ছাত্রছাত্রীসহ সবাইকে গ্রন্থাগারমুখী হতে হবে। এশিয়ার বৃহত্তম ও ঐতিহাসিক গ্রাম বানিয়াচং। এখানে একটি সমৃদ্ধ গণগ্রন্থাগার না থাকা দুঃখজনক। তিনি আরও বলেন, মরহুম শরীফ উদ্দিন এমপি ছিলেন আদর্শ রাজনীতির মুর্তপ্রতিক। তিনি সারা জীবন গণমানুষের রাজনীতি করে গেছেন। এই মহান নেতার নামে যারা “শরীফ উদ্দিন এমপি গণগ্রন্থাগার” প্রতিষ্ঠা করছেন তাদের প্রতি এ সমাজ আজীবন কৃতজ্ঞ থাকবে। সামছুদ্দিন মাসুম বলেন, অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমেদ এমপি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের জন্য নিবেদিত ছিলেন। তাই শরীফ উদ্দিন গণগ্রন্থাগারকে স্থায়ী জমিতে প্রতিষ্ঠিত ও সমৃদ্ধ করতে সুধী, শিক্ষানুরাগী ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। সুধী সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন আগা খান, সাংবাদিক মো. আশিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রাশেদ আহমদ, মাসুদ মজুমদার, সভাপতি মোঃ আলাউদ্দিন, সাধারন সম্পাদক কাওছার আলম বিপলু, সিনিয়র সদস্য মাস্টার মোঃ নুরুল ইসলাম, মিজানুর রহমান, আনোয়ার হোসেন আলতু, মোঃ শিপন মিয়া প্রমুখ।
সুধী সমাবেশে যুগ্ম জেলা জজ সামছুদ্দিন মাসুম বললেন
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com