সাদিকা তাসনিম স্বপ্না, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। বেলা ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে সদ্যপ্রয়াত চেয়ারম্যানপুত্র, আওয়ামী লীগ নেতাসহ ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামীকাল ১৫ সেপ্টেম্বর বাছাই, ২২ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ২৩ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। মনোনয়ন দাখিলের সাথে সাথেই ওই ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইছে। প্রার্থীরা ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। প্রতীক বরাদ্দের পরপরই তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।
উল্লেখ্য, গত ১৭ জুলাই সকালে দেবপাড়া ইউপি চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী ও শালিস বিচারক মাসুম আহমেদ জাবিদ (জাবিদ আলী) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে। উক্ত নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন মরহুম জাবিদ আলী চেয়ারম্যানের পুত্র শাহ রিয়াজ নাদির সুমন (স্বতন্ত্র), আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আব্দুল মুহিত চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান আ.খ.ম ফখরুল ইসলাম কালাম (স্বতন্ত্র), বিএনপি নেতা জালাল আহমদ (স্বতন্ত্র), ফখরুল ইসলাম (স্বতন্ত্র)। এছাড়া এমরান গাজী নামে একজন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তিনি মনোনয়ন দাখিল করেননি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com