সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট (বালক অনুর্ধ১৭) ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় লাখাই উপজেলার মশাদিয়া ফুটবল মাঠে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম। এ উপলক্ষে লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফজলে এলাহী মোঃ ফরহাদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন। বক্তব্য রাখেন ৫নং করাব ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, লাখাই উপজেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার।
অন্যান্যেরমধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে, সমাজসেবা অফিসার ইসমাঈল তালুকদার রাহী, মৎস্য কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহাজান মিয়া, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য, লাখাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব রেজা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক খাইরুদ্দিন আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, উদ্বোধনী খেলায় ৬নং বুল্লা ইউনিয়ন একাদশকে ৩-১ গোলে পরাজিত করে লাখাই ইউনিয়ন একাদশ। উদ্বোধনী খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন শরিফ উদ্দিন, সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শামছুল হক ও ফয়সল আজাদ। আজ শনিবার করাব ইউনিয়ন একাদশ বনাম বামৈ ইউনিয়ন একাদশ ও রবিবার মোড়াকরি ইউনিয়ন একাদশ বনাম মুড়িয়াউক ইউনিয়ন একাদশ এবং ১৭ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com