স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অর্থকড়ি হারিয়েছেন সিলেট বিশ্বনাথ হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল। মুমুর্ষু অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তার নাম জানা না গেলেও ঠিকানা পাওয়া গেছে। শুক্রবার কুমিল্লা দাউদকান্দি গ্রামের বাড়ি থেকে সিলেটে কর্মস্থলে যাওয়ার জন্য কুমিল্লা সিলেট বিরতিহীন উঠেন তিনি। পথিমধ্যে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। গতকাল ৭টায় ওই বাসের কন্ডাক্টর নতুন ব্রীজ এলাকায় অজ্ঞান অবস্থায় রেখে চলে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক। হবিগঞ্জ শহরের মাদরাসা শিক্ষকরা তার চিকিৎসায় সহযোগিতা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com