নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান বলেছেন, বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করি। সবাই সবাইকে সহযোগিতা করি। একের বিপদে অন্যরা এগিয়ে আসি। আমরা বিশ্বাস ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দুরা যেমন আমাদের ঈদ উৎসবে বেড়াতে আসেন, তেমনি আমরা হিন্দু ধর্মাবলম্বীদের পূজা উৎসবে বেড়াতে যাই। আওয়ামী লীগ সব সময় হিন্দু ধর্মাবলম্বীদের পাশে রয়েছে। গতকাল বৃহস্পতিবার আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাঙালির হাজার বছরের সম্প্রীতির বন্ধন রয়েছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ সবার। এখানে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু বলে কিছু নেই। সবাই সবার আনন্দ, বেদনার সাথী। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল স্বাধীকার আন্দোলনে একটি গোষ্ঠী বিরোধীতা করেছে। সেই অপশক্তি এখনো সক্রিয়। তারা নানাভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। সবাইকে সচেতন থাকতে হবে। এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আজমিরীগঞ্জ উপজেলাবাসীর প্রতি আহ্বান জানান। তিনি আওয়ামী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- ওয়ার্ড থেকে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিটি পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পূজামন্ডপগুলো পরিদর্শন করে পূজারীদের সহযোগিতা করতে হবে। উপজেলা আওয়ামী লীগ সার্বিক মনিটরিং ও পূজামন্ডপ পরিদর্শন করবে।
আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোয়ার আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সভায় উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com