স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বগলাখাল থেকে নিখোঁজ মারুফকে (৩৫) ৫ দিন পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা ৩টায় চৌধুরী বাজার খোয়াই নদীর পাড় থেকে সদর থানার এসআই আব্দুর রহিম তার স্বজনদের সহযোগিতায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। গত ৩১ জুলাই মারুফ তার শ্বশুরবাড়ি বগলাখাল থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা সিদ্দিকা বানু সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তার শ্যালক তৈয়ব আলী, শাহিন, আলামিনকে সন্দেহ করা হয়। এর পরিপ্রেক্ষিতে সদর থানার এসআই আব্দুর রহিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন।
তার মা জানান, মুক্তিপণের জন্য মারুফকে অপহরণ করে ঢাকার সাভার এলাকায় আটক রেখে তাকে নির্যাতন চালায় এবং মুক্তিপণ নেয়ার পর রবিবার তার ছেলেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় অচেতন অবস্থায় রেখে যায়। পরে সেখান থেকে তারা শহরের চৌধুরী বাজার খোয়াই নদীর পাড়ে ফেলে যায়। এরপর থেকে তার শ্যালক ও তার সহযোগীরা আত্মগোপনে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মারুফের জ্ঞান ফিরেনি। এসআই রহিম জানান, ভিকটিম উদ্ধার হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com