মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলের স্নানঘাট ইউনিয়নের ঘুঙ্গিয়াজুরি হাওরের প্লাবন ভূমিতে ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওয়ায় পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ৪৩৫ কেজি রুই জাতীয় মাছ অবমুক্ত করা হয়। পোনামাছ অবমুক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মৎস্য অফিসার ওয়াহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা, ওসি মশিউর রহমান, উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com