স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আড়াইশ’ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসার অবহেলায় দুই নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনা নিয়ে হাসপাতালে হট্টগোল শুরু হয়। রোগীর স্বজনদের অভিযোগ এরকম আরও ঘটনা ঘটলেও হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। তাছাড়া রোগী হাসপাতালে এলে চিকিৎসা না দিয়েই তাদের দায় এড়াতে সিলেট রেফার করা হয়। এ ছাড়া ডাক্তার ও নার্সরা গল্পগুজব নিয়ে ব্যস্ত থাকেন বেশিরভাগ। ইন্টার্নী আর ওয়ার্ডবয় দিয়েই সেবা চলে। গতকাল রবিবার সকালে চুনারুঘাট উপজেলার বালিয়ারি গ্রামের ওয়াহিদ মিয়া ও সদর উপজেলার চরহামুয়া গ্রামের রুমন মিয়ার দুই নবজাতক ভর্তি হয়। কিন্তু বারবার হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত নার্সদেরকে ডাক্তার অক্সিজেন দেয়ার কথা বললেও অক্সিজেন তারা অক্সিজেন দেননি। ফলে চিকিৎসার অবহেলায় দুই নবজাতকের মৃত্যু হয়। তারপরও তারা মৃত নবজাতককে অক্সিজেন লাগিয়ে রাখেন। দুই ঘণ্টা পর ডাক্তার এসে তাদেরকে মৃত ঘোষণা করে অক্সিজেন খুলে নেন। জেলার ২০ লাখ মানুষের একমাত্র চিকিৎসার শেষ স্থান জেলা সদর হাসপাতাল। দুর দুরান্ত থেকে অনেক রোগীরা এসে চিকিৎসাতো দূরের কথা ভোগান্তিতে পড়েন। এমনকি চিকিৎসা নেয়ার আগেই দায় এড়াতে ঢাকা, সিলেটসহ বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিন জানান, যদি এ রকম করে থাকে তদন্ত করে ব্যবস্থা নেয়া প্রয়োজন। কেউ আমাকে এ বিষয়ে অভিযোগ দেয়নি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com