স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কিবরিয়া ব্রিকস নামে একটি ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। র‌্যাবকে সাথে নিয়ে সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন শনিবার সন্ধ্যায় এই জরিমানা করেন। র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওবাইন রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। র‌্যাবের নেতৃত্বে ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার লুৎফুর রহমান।
সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন জানান, কিবরিয়া ব্রিকস ফিল্ড প্রকাশ্যে কয়লা ভাঙ্গাসহ লাইসেন্স এর বেশ কয়েকটি শর্ত ভঙ্গ করায় এই জরিমানা করা হয়। নিয়ম রয়েছে আবদ্ধ স্থানে কয়লা ভাঙ্গতে হবে।