স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগহাতা গ্রামে দরিদ্র পরিবারের প্রতিবন্ধী যুবতীকে রবিউল সানি নামে এক যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় ওই মেয়েটিকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা না দায়ের করার জন্য ধর্ষিতা মেয়েটির পরিবারকে হুমকি দিচ্ছে রবিউল সানির পরিবারের সদস্য ও স্বজনরা। এতে ওই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
সূত্র জানায়, শনিবার দুপুরে বাগহাতা গ্রামের মরহুম চান মিয়ার বাড়িতে তার পরিবারের লোকজন না থাকার সুযোগে তার প্রতিবন্ধী কন্যাকে ঘরে একা পেয়ে তাকে জাপটে ধরে পাশ্ববর্তী বাড়ির রবিউল সানি (৩৫)। এক পর্যায়ে সে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। বিকেলে পরিবারের লোকজন মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় ঘরে মধ্যে পড়ে থাকতে দেখতে পায়। এ সময় তারা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে মেয়েটির পরিবারের সদস্যরা স্থানীয় ইউপি চেয়ারম্যান এরশাদ আলী ও রবিউল সানির মুরুব্বীয়ানদের বিষয়টি অবগত করেন। শনিবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত রবিউল সানির আত্মীয়স্বজন বিষয়টি গোপনে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। কিন্তু রাত ১২টার দিকে মেয়েটির পরিবারের লোকজন গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করেন। গতকাল মেয়েটির ডাক্তারী পরিক্ষা সম্পন্ন হয়েছে। মেয়েটির পরিবারের সদস্যরা জানান, রবিউল সানির পরিবার প্রভাবশালী হওয়ায় শালিসের মাধ্যমে টাকা নিয়ে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করছেন। বিশেষ করে রবিউল সানির মামা রেজাউল এ ঘটনায় মামলা দায়ের না করার জন্য মেয়েটির পরিবারকে চাপ সৃষ্টি করছেন।
কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এরশাদ আলী জানান, মেয়েটির পরিবারের লোকজন ঘটনাটি আমাকে জানিয়েছেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলেই আমরা জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো। তবে মেয়েটির ধর্ষণের বিষয়টি মেডিকেল বোর্ড নিশ্চিত করবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com