স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকার বাসিন্দা সাইদুর রহমান তালুকদার (ছোরাব আলী) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি বেশ কিছুদিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন। গতকাল সিলেটে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হবিগঞ্জ সদর উপজেলার নিতাইচক গ্রামের তালুকদার বাড়ির সন্তান ছোরাব আলী মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দৈনিক স্বদেশ বার্তার সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের বেয়াই ছোরাব আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর গ্রামের বাড়ি ও শহরের বিভিন্ন স্থান থেকে আত্মীয়-স্বজন, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ তার বাসভবনে ছুটে যান। গতকাল বৃহস্পতিবার বাদ এশা চৌধুরী বাজার জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকাল ১১টায় নিতাইচক গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com