স্টাফ রিপোর্টার ॥ ব্যাংকার্স এসোসিয়েশন হবিগঞ্জ এর পক্ষ থেকে দেড় শতাধিক শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনালী ব্যাংক প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি জনতা ব্যাংকের ম্যানেজার মোঃ মর্তুজ আলী। উপদেষ্টা ফরিদ উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, উপদেষ্টা সাবেক সভাপতি টিএসএন সেলিম সিদ্দিকী, সহসভাপতি পূবালী ব্যাংকের ম্যানেজার মোঃ মুশফিকুর রহমান, সহসভাপতি শাহজালাল ইসলামি ব্যাংকের ম্যানেজার মাহবুবুর রহমান জাহান, সহ সমাজকল্যাণ সম্পাদক জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ নাদিরুজ্জামান, পূবালী ব্যাংকের অফিসার আলী আজমান খান ও প্রাইম ব্যাংকের অফিসার গাজীউর রহমান প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com