নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রীর উপর হামলা চালিয়েছে দুই বখাটে। অবশ্য বিষয়টি নিয়ে দুই রকম বক্তব্য পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সুজন মিয়ার কন্যা সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ইয়াছমিন আক্তার (১৬) ক্লাস শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুই বখাটে তাকে উত্ত্যক্ত করে। এ সময় ওই ছাত্রী বখাটেদের বাঁধা দিলে তার চোখে আঘাত করা হয়। বখাটেদের আঘাতে স্কুলছাত্রী ইয়াছমিন আক্তার আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক আজহারুল ইসলাম মল্লিক বলেন, ইয়াছমিন আক্তার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে বখাটেরা তার উপর হামলা চালায়। পরে স্থানীয় ইউপি মেম্বারসহ এলাকার মুরুব্বিয়ানদের মাধ্যমে বখাটেদের নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলার সময় স্কুলছাত্রী ইয়াছমিনের উপর ঢিল পড়ে। এতে মেয়েটি আঘাতপ্রাপ্ত হয়।
ইয়াছমিনের পিতা সুজন মিয়া বলেন, আমি বাজারে ছিলাম। হঠাৎ আমার পরিবারের লোকজনের মাধ্যমে জানতে পারলাম একই এলাকার আফাস মিয়ার বখাটে দুই ছেলে আব্দুর রহিম (২০) ও সেকুল (১৯) আমার মেয়ের উপর হামলা চালিয়ে আহত করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com