হবিগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক, সরকারি বৃন্দাবন কলেজের সাবেক ভিপি, সম্মিলিত নাগরিক আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী আবু হেনা মোস্তফা কামালের মা ময়শা চৌধুরী গত ৩ আগস্ট দুপুর ১টায় শ্যামলীস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)। মরহুমার গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার গুণই গ্রামে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বৎসর। তিনি ১ ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, আজমান আহমেদ, জেলা বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, জেলা উদীচী সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার, হবিগঞ্জ নাগরিক আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী হুমায়ুন খান গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com