স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই পরপর দুদিন দুটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটির একটি বগি কুলাউড়া রেলস্টেশনের প্রবেশমুখে লাইনচ্যুত হয়। আর গতকাল শনিবার একই জায়গায় সকাল ৯টা ২৫ মিনিটে কালনি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। সময়মত ট্রেন না আসায় শায়েস্তাগঞ্জেও চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ সময় ট্রেনচালক ট্রেন না থামিয়ে অল্প গতিতে এগুতে চাইলে লাইনচ্যুত বগিটি লাইনে উঠে যায়। তবে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত কালনি ট্রেন কুলাউড়া রেলওয়ে স্টেশনে আটকা ছিল। লাইনচ্যুত বগিটি রেখে প্রায় ৩ ঘণ্টা পর বেলা ১১টা ৫ মিনিটে আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ঘটনাটি স্টেশনের ভিতরে ঘটায় রেল যোগাযোগ বন্ধ থাকেনি, তবে বরমচাল স্টেশনে কিছু সময় জয়ন্তিকা অবস্থান করে, কারণ এই সময় রেলবিভাগ লাইন পরীক্ষা-নিরীক্ষা করে।
উল্লেখ্য, গত ২৩ জুন কুলাউড়ার বরমচাল এলাকায় দুর্ঘটনা কবলিত হয় ঢাকাগামী আন্তঃনগর ট্রেন উপবন। ঘটনাস্থলেই নিহত হন ৪ জন। আহত হন দুই শতাধিক যাত্রী। এ ঘটনার ১৫ দিনের মাথায় ৭ জুলাই গরুর সঙ্গে ধাক্কা লেগে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন জয়ন্তিকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর গত ১৭ জুলাই ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন কালনি ব্রাহ্মণবাড়িয়া আসার পর ছিঁড়ে যায় ব্রেকের তার। প্রায় ১ ঘণ্টা সময় ক্ষেপণ শেষে বেশি করে তার লাগিয়ে জোড়াতালি দিয়ে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। সর্বশেষ শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে কুলাউড়া আউটার সিগন্যালের কাছে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এদিকে, এ ঘটনার কারণে শায়েস্তাগঞ্জেও দুর্ভোগে পড়েন যাত্রীরা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com