স্টাফ রিপোর্টার ॥ শীঘ্রই শায়েস্তাগঞ্জ রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। রবিবার মাইকিং করে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করে। এ প্রেক্ষিতে রেলওয়ে কলোনীসহ আশপাশের জায়গায় বসবাসকারী মানুষের মাঝে হতাশা দেখা দিয়েছে। অনেকেই বিভিন্ন স্থানে বাসা খোঁজা শুরু করেছেন।
জানা যায়, রেল মন্ত্রণালয়ের নির্দেশে আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি রেলের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেয়া হয়। এর আগে স্ব-স্ব উদ্যোগে অবৈধ বসবাসকারীদের সের যেতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সরে না গেলে নিয়মানুযায়ী অবৈধ স্থাপনা হিসেবে গণ্য করে উচ্ছেদ কার্যকম চালানো হবে।
রেলওয়ে মার্কেটের কয়েকজন ব্যবসায়ী জানান, মোটা অংকের টাকা সিকিউরিটি দিয়ে দোকান ভাড়া নিয়েছি। দোকানই আমাদের একমাত্র ভরসা। আমাদের উচ্ছেদ করা হলে কোথায় যাব সে চিন্তায় এখন দিশেহারা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com