নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, অসহায় ও প্রান্তিক জনপদের লোকজনের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন বেকারত্ব দূর করছেন, ঠিক তেমনি সমাজের অসচ্ছল বয়স্ক ব্যক্তি, বিধবা-স্বামী পরিত্যক্তা, দুঃস্থ মহিলা ও প্রতিবন্ধীদের বিভিন্ন ভাতা প্রদানের মাধ্যমে তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছেন। শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অসচ্ছল বয়স্ক ব্যক্তি, বিধবা-স্বামী পরিত্যক্তা, দুঃস্থ মহিলা ও প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে ভাতার বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলে। পানিউমদা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা অনু আহমেদ, ইউপি সদস্য জহির আহমেদ জয়, মোঃ আরজদ আলী, মোঃ মুহিত মিয়া, আবুল কালাম, জাহির আলী, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ পারভিন আক্তার, হামিদা বেগমসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আওয়ামী লীগ মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com