মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে চানাচুর কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পৌর ভবনের অদূরে এসকে ফুড প্রোডাক্টস নামীয় কারখানাতে ভেজাল উপকরণ দিয়ে চানাচুর তৈরীর প্রমাণ পাওয়া যায়। তাছাড়া পণ্য তৈরীতে বিএসটিআই’র অনুমোদন না নেয়ায় কারখানা মালিক জুনায়েদ মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দ্রুত বিএসটিআই’র অনুমোদন নিয়ে সঠিক উপকরণ ব্যবহার করে চানাচুরসহ পণ্য তৈরী করতে কারখানা মালিককে নির্দেশ প্রদান করে আদালত।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সুমী আক্তার বলেন, বিষাক্ত রং, নি¤œমানের তেল দিয়ে তৈরী এ চানাচুর খেলে লোকজন বিভিন্ন রোগে আক্রান্ত হবে। ভেজালমুক্ত খাবারের জন্য এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা অফিসের নাজির মোঃ উস্তার মিয়া ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com