স্টাফ রিপোর্টার ॥ সরকারি ছুটির দিনে আদালত এলাকায় অস্বাভাবিক চলাফেরা করায় সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবুল কালামকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত প্রায় সাড়ে ১১টায় শহরের মোহনপুর থেকে তাকে আটক করা হয়। পরে সদর থানা পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। অ্যাডভোকেট আবুল কালাম সদর উপজেলার গোপায়া ইউনিয়নের তেতৈয়া গ্রামের বাসিন্দা ও গোপায়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সদর থানার ওসি মাসুক আলী জানান, শুক্রবার দুপুরে বোরকা পড়া এক মহিলাকে নিয়ে চীফ জুডিসিয়াল আদালতের তৃতীয় তলায় একটি রুমে একান্ত সময় কাটান এপিপি আবুল কালাম। বিষয়টি কোর্ট পুলিশের নজরে আসলে মোবাইল ফোনের মাধ্যমে তিনি বিষয়টি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্র্রেটকে অবগত করেন। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল হুদা চৌধুরী ঘটনাস্থলে আসেন। এদিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল হুদা চৌধুরী ঘটনাস্থলে আসার আগেই আবুল কালাম ওই মহিলাকে রিক্সায় তুলে দেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আবুল কালামকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে ম্যাজিস্ট্রেটের সাথে তিনি অশোভ আচরণ করে মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ নিয়ে আদালত পাড়ায় আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সদর থানাকে অবগত করেন। এ প্রেক্ষিতে শুক্রবার রাত ১০টায় ওসি অপারেশন দৌস মোহাম্মদ শহরের মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাকে আটক করে থানায় নিয়ে আসেন। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সন্ধ্যায় এসআই খুরশেদ আলী বাদী হয়ে মামলা দিয়ে তাকে কোর্টে সোপর্দ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com