মেয়েটিকে টেনে হিচড়ে সিএনজি অটোরিকশায় উঠানোর সময় জনতার হাতে ধরা পড়ে মহসিন
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকার এক যুবতীকে অপহরণের দুদিনের মধ্যে উদ্ধার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। কিন্তু অপহরণকারী কৌশলে পালিয়ে গেছে।
সূত্র জানায়, গত ৬ জানুয়ারি সকালে নিখোঁজ হয় ওই যুবতী। তার মা আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুজির পর না পেয়ে ৭ জানুয়ারি মঙ্গলবার হবিগঞ্জ সদর থানায় মহসিন নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন। ৮ জানুয়ারি দুপুরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় মহসিন ওই যুবতীকে টেনে হেচড়ে সিএনজিতে উঠাতে চাইলে মেয়েটি চিৎকার করলে জনতা তাদেরকে আটক করে হক ফিলিং স্টেশনে বসিয়ে রাখে। পরে মেয়েটির মাকে ফোন দিয়ে বিষয়টি জানানো হয়। হবিগঞ্জ থানার এসআই সাহিদ ঘটনাস্থলে পৌছার আগেই অপহরণকারী মহসিন পালিয়ে যায়। পরে মেয়টিকে উদ্ধার করে মায়ের কাছে তুলে দেওয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com