বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও হাসপাতালের ভূমি উদ্ধারের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এছাড়াও বাহুবল সদরকে যানজটমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। বুধবার সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।
সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা (ভারপ্রাপ্ত) স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, শাহ আব্দাল মিয়া, হাবিবুর রহমান চৌধুরী টেনু, ভারপ্রাপ্ত চেয়ারমান এখলাছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, মাওলানা মুফতি তাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, আনসার ভিডিপি ইন্সট্রাক্টর অসিম কুমার দাস প্রমুখ।
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com