স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার কাটিহারা গ্রামে এক কিশোরীর অবৈধ প্রেমের ফসল নিষ্পাপ নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর কথিত প্রেমিক জুবায়ের মিয়া (১৮) পলাতক রয়েছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, বানিয়াচং উপজেলার শতমুখা গ্রামের এক ব্যক্তি স্ত্রী-সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের কাটিয়ারা গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। সেখানে থাকার সুবাদে তার কিশোরী কন্যার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কাটিয়ারা গ্রামের মোতাব্বির মিয়ার পুত্র মোঃ জুবায়ের মিয়ার। এক পর্যায়ে জুবায়ের ওই কিশোরীর সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। পরে ওই কিশোরী গর্ভবতী হয়ে উঠলে সোমবার রাতে ওই কিশোরী এক পুত্র সন্তান প্রসব করে অজ্ঞান হয়ে পড়ে। এ সুযোগে কে বা কারা ওই নবজাতককে পাশ্ববর্তী ডোবায় ফেলে দেয়। মঙ্গলবার সন্ধ্যায় নবজাতকের মরদেহ ডোবায় ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে লাখাই থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় অজ্ঞান অবস্থায় কিশোরীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ‘নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া চিকিৎসার জন্য নবজাতকের মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ ওসি আরও জানান, অভিযুক্ত প্রেমিক জুবায়ের পলাতক রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com