স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে ভাই ভাই স্টোরে অভিযান চালিয়ে মেয়াদবিহীন বেবি মিল্ক কৌটা জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজার নেতৃত্বে ভাই ভাই স্টোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানে ১০/১২টি মেয়াদবিহীন বেবি মিল্ক কৌটা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৫১ অনুযায়ী ভাই ভাই স্টোরের মালিককে তাৎক্ষণিক ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ পণ্য পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ তথ্য নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা। তিনি বলেন- মানুষের স্বাস্থ্য নিরাপত্তা রক্ষার বিষয়ে জেলা প্রশাসন তৎপর রয়েছে।